Top today			
			সমান্তরালে
রূপ-যৌবন-জীবন
টল-মল জল ফোটা
পদ্ম পাতার ‘পরে
একটুখানি ঢেউয়ের নাচে
যায় যে জলে ঝরে ;
হৃদয়ে কিংবা জলে
প্রেম চলে সমান্তরালে  ।
রূপ-যৌবন-জীবন
টল-মল জল ফোটা
পদ্ম পাতার ‘পরে
একটুখানি ঢেউয়ের নাচে
যায় যে জলে ঝরে ;
হৃদয়ে কিংবা জলে
প্রেম চলে সমান্তরালে  ।
