Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

“স্বপ্ন রাজ্য”

: | : ৩০/০৮/২০১৩

নিশি ঘুমে-চক্ষু খুলে

স্বপ্নের পসরা দেই মেলে।

স্বপ্নের রঙ্গে স্বপ্ন সাজাই

লাল সবুজ নীলে।

বোরাক চড়ে স্বপ্ন রাজ্যে

এক পলকে বিচরণ,

চন্দ্র-সূর্য;আকাশ-পাতাল

ছুঁয়ে আসে চরণ।

স্বপ্ন রাজ্যের রাজপ্রাসাদের

মন যে কারিগর,

এক নিমেষে গড়ে তুলি

রঙ্গের শহর।

স্বপ্ন রাজ্যে বিধিরীতির

আমি অধিরাজ।

আমার শাসন সারা রাজ্যে

নিরুংকুশ বিরাজ।

খরচাপাতির বালাই নেই

নাহি লাগে শ্রম,

মনের হুকুম মনের তালিম

মন যে পরম।

আছে যত খায়েশ

আছে যত অধুরা,

মন চাহিলে ছুঁয়ে আসি

হিমালয় চুড়া।

যাক না আমার প্রিয়তমা

যত দূর চায়,

এক তুড়িতে তুলে নিবো

আমার সপ্নের নায়।

উষ্ণ হাতে হাত রেখে

চাঁদনী ধোয়া রাত,

স্বপ্নের ঘোরে স্বপ্নের বাসর

চাই না প্রভাত।

স্বপ্ন ছেড়ে মর্ত্যলোকে

বাস্তবতার লাঠি,

পিঠের উপর পরলে পরে

উঠি পড়িমরি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top