Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

স্মৃতি

: | : ৩০/০৮/২০১৩

চলে গেছ আমায় ছেড়ে বহুদূরে
ভুলিনি মুই আজও তোমারে।
স্মৃতিগুলো মনে পড়ে।
মনে আছে,  সেই দিন সেই মুহূর্তের কথা,
পার্কে এক সাথে বসে
আমায় আদর করে দিয়েছিলে,
গালে একখানা চুমো।
তার পর হাত ধরে বলেছিলে,
কখনো ভুলবেনা মোরে
জীবনে মরণে থাকবে একসাথে।
কিন্তু আজ চলে গেলে!
আমায় নিসঙ্গ করে।
স্মৃতিগুলো মনে পড়ে।
মনে আছে সেইদিনের কথা
রিক্সায় বসে বলেছিলে,
তুমি আমার জানের জান
সেদিন থেকে আমি দিয়েছি মান সম্মান
করতে চেয়েছি তোমায় আপন।
কিন্তু আজ চলে গেলে
আমায় ছেড়ে দুরে বহুদূরে।
ভুলিনাই ভুলিনি ভুলবনা
এখনও স্মৃতিগুলো মনে পড়ে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top