Top today
চুরমার
দৃষ্টির সীমানা দিয়ে সে হেঁটে যায়
যেন বুলিয়ে দিয়ে যায়
তপ্ত দিনে হিমেল বৃষ্টির ঝাপটা
কাঁপুনি ওঠে পাহাড়ের চূড়ায়
আর উপত্যকায়
নিস্তরঙ্গ সরোবরে ওঠে চঞ্চলতার ঢেউ।
মনের উঠোন সাজিয়ে রাখে স্বপ্ন বুনে
পদভারে তার ঝরাবে আজন্ম সঞ্চিত বিষ
উদরপূর্তি, শয়ন, নিদের নিশ্চিন্ততা
সিঁথির তলে পাঠায় সতর্ক সংকেত
অনতিদূরে রক্তিম শিকল, ডর জাগানিয়া হুংকার
রাখে নিশ্চল, বন্দি করে।
স্বপ্নের পদযুগল ফেলে পারঙ্গম চাষি ইঙ্গিতে ডাকে
নিষ্ফল সাড়া গুমরে মরে চার দেওয়ালে
সিংহ-সিংহীর ভয়ে
দোসর ধরে আনে মাঠ ঘাট হতে পাপ মস্তিস্কে
আদিম থাবা ফাটিয়ে ফেলে নাড়ি ছেঁড়া তবলা।
বাঘ-বাঘিনীর উঁচু গলা নীচু হয়, দম্ভ হয় চুরমার
অতঃপর
পড়তে দেয় অদৃষ্টের প্রতিবাদরুদ্ধ নোনা জলের পাতা।