Top today
বলতে পারি না
আমি ভুলতে চেয়েছি তোমাকে
কিন্তু ভুলতে পারি না,
কেন যে ভুলতে পারি না?
তাও বলতে পারি না।
আমি অন্যকে নিয়ে ভাবতে চেয়েছি
কিন্তু ভাবতে পারি না,
কেন যে ভাবতে পারি না?
তাও বলতে পারি না।
আমি হাসতে চেয়েছি
কিন্তু হাসতে পারি না,
কেন যে হাসতে পারি না?
তাও বলতে পারি না।
আমি সুখী হতে চেয়েছি
কিন্তু সুখী হতে পারি না?
কেন যে সুখী হতে পারি না?
তাও বলতে পারি না।