Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বাতায়ন

: | : ৩১/০৮/২০১৩

 

 

অনিকট বাতায়নে দেখিয়া কাহারও মুখ

সেই প্রথম ঠাহরিত হইল হারাইবার সুখ

চার মিলিয়া দুই হইল অপলক নয়ন

নিবিড় ঠোঁট ব্যক্ত করিল গভীর আলাপন ।

 

ছিল না ভয় ভীতি জাগতিক নিয়মের ক্ষোভ

দুইজন দুইজনার হৃদকূপে দিলাম ডোব ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top