Top today
বাতায়ন
অনিকট বাতায়নে দেখিয়া কাহারও মুখ
সেই প্রথম ঠাহরিত হইল হারাইবার সুখ
চার মিলিয়া দুই হইল অপলক নয়ন
নিবিড় ঠোঁট ব্যক্ত করিল গভীর আলাপন ।
ছিল না ভয় ভীতি জাগতিক নিয়মের ক্ষোভ
দুইজন দুইজনার হৃদকূপে দিলাম ডোব ।
অনিকট বাতায়নে দেখিয়া কাহারও মুখ
সেই প্রথম ঠাহরিত হইল হারাইবার সুখ
চার মিলিয়া দুই হইল অপলক নয়ন
নিবিড় ঠোঁট ব্যক্ত করিল গভীর আলাপন ।
ছিল না ভয় ভীতি জাগতিক নিয়মের ক্ষোভ
দুইজন দুইজনার হৃদকূপে দিলাম ডোব ।