পায় না যাহা
চায় যে তাহা
মানুষ তবুও আশা করে
আশার মাঝেই জীবন সে যে
আশাই বেঁচে রাখে।
আশার বলেই মানুষ আজও
ঘুরছে ধরাধামে
সুখের আশায় জীবন কাটে
আশার পানে চেয়ে;
আশা যেন জীবন তরী
চলছে নিয়ে ভবিষ্যতে।
নিরব ভালবাসার গুমোট চিৎকার
ঝল্সে উঠে যদি একবার
ওগো -একবার এই দেহে , এই রক্তে-
রক্তের অন্দরে উষ্ণ আবর্তে
তোমার সোহাগী পরশে
সুখদ শীৎকারে ;
শতবার মরবো ওগো -মরবো
দু’টি ডানার ঝাপটায় পরস্পরে
পূর্ণিমার তারা ভরা রাতে
আকাশ ছায়া ফেলে
টল-মল জল সরোবরে
জলের ভিতরে জলে
সাতাঁর কেঠে কেঠে যেতে
আহা পাশা-পাশি পূর্ণিমা