নতুন দিনের আমরা রবি
আমরা কবি স্বপ্ন আঁকি
আমরা আনি ভোরের আলো
পাখির মতো নিত্য ডাকি।
গরীব দুঃখী অনাহারী
নেই যে টেনে বুকের মাঝে
গরীব ধনী থাকবে না ভেদ
গান গেয়ে যাই সকাল সাঁঝে।
দেশমাতারই চরণধূলি
মাথার উপর নেই রে তুলে
মায়ের কোলেই পাই খুঁজে সুখ
দুঃখ বেথা যাই রে ভুলে।
সাম্যবাদী
Top today
বাংলা আমার জন্ম আশা
বাংলা আমার প্রাণ
বাংলা আমার ভালবাসা
বাংলা আমার গান।
বাংলা আমার বাবার দোয়া
বাংলা আমার মা
বাংলার মাটিতে থাকলে শুয়ে
পাই গো শীতল পাটির ছোঁয়া।
বাংলা আমার দুঃখের মাঝে
সুখের শান্তি নীড়
বাংলার কৃষক স্নেহ-মমতা দিয়ে
গড়েছে তোমার চরণ চুমি।
বাংলা আমার হাসি-কান্না
বাংলা আমার ভাই
হাজার দুখেও বাংলা আমি
তোমায়
এই বৃষ্টির দেশে কখনও কোথাও আগুন
লেগে যায়।সংসার পোড়ে,সাজানো গেরস্থালী
ছাই হয়।স্নিগ্ধ পাখির ডানায় ঘুণ
ধরে।কাদামাটিতে পন্ড সুখের পৌষালী।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও খরা
ঘোষিত হয়।ফুটিফাটা জমিন কাঁটাগুল্মে জেগে
ওঠে। ভাঙা জানালায় রোদঝরা
দুপুর রাতদিন।মনন তচনছ তাপের অসহ বেগে।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও ফুল
ফুটে ওঠে। মরমী