Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি বরাবরই আমার বউকে ফাকি দেই। এর যত গুলো কারন তার মধ্যে একটি হল, আমার দারিদ্রতা। আর একটি হল, বউ কম দামের জিনিস তার পছন্দ নয়। দেখা গেল একটা কাপড় কিনলাম। বউকে বললাম – “এ কাপড়টা কে পরত জান ?

বদ অভ্যাস আজও দেখি
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।

মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া, সবাই মিলে বলে।

আশায় আশায় সব কাজেতে
“যদি” র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।
কথায়

এই যে ভাই কোথায় চললেন ধেয়ে

কিছু কথা ছিল, শুনবেন কি এগিয়ে ?

 

ডাকছেন কেন ভাই

বেশ তাড়া আছে

শুনবো পরে, এখন যাই ।

 

কেউ শুনে না

কেউ শুনে না

সবাই চইলা যায়

কেউ জানলো না কেন কাঁদে

নুরজাহানের মায়,

নুরজাহানের দুস্থ বাবা

কাতরাচ্ছে জ্বরে

দুইদিন ধরে অনাহারী

এই বুঝি যায় মরে !

 

যখন তার

ঐশীরে তুই কী করিলি
হারিয়ে গেলি কই,
তোকে নিয়ে দেশের মানুষ
করছে যে হই চই।

বাবা-মায়ের আদর পেয়ে
বাঁদর হলি শেষে,
তোর মতো এই হতভাগা
কয়টা আছে দেশে।

মা হারালি বাপ হারালি
হারিয়ে গেল সুখ,
বাবা মায়ের আদর দিয়ে
আনলি কিনে দুখ।

দুখের পরে সুখ আসে তাই
সত্যে অটল থাকিস,
হয়নি জীবন শুরু এখন
মনোবলটা

দেহের ভিতর দেহ হারাল

মনের ভিতর মন,

দেহে বিনা মন হারালো

শূন্যেরও ভূবন।

মন বিনা দেহ হারাল

আক্ষরিক ভাষা,

গুঢ় রহস্য ইটের তলে

পড়িল চাপা।

মনে মনে মন হারালো;

অদৃশ্য ঘর,

ঝড় তুফানে সব ভাঙ্গিল

অটুটো তবু ঘর।

দেহে দেহে ঘর বাঁধিল

তবু হয়নি সংসার,

পেট পুরিয়া অন্ন গিলে

তবু হয়নি আহার।

মনে মনে;দেহে দেহে

কোন্‌টা যে

যখনি ঋতিকে ডাকি-
শুনে যাও
সে বলে সময় নেই !
তখন সজেদে বলি
একটু দাঁড়াও !
রেগে বলে, শোননি সময় নেই !
আকুতিতে ডুবে বলি
এদিকে তাকাও !
অত:পর শীতল জবাব-
ইচ্ছে করে না যে !

এরপর কার ইচ্ছে করে
বহুদিন ভেবে লেখা
সেই চিঠি দিতে ?
ভিন্ন কোন স্বপ্নলোকে
হাতধরে হারাবার
স্বপ্নতো স্বপ্নই থাকে….

এভাবে

কাল ইতিহাস লিখতে হবে। ভাবতেছি এমন কিছু লিখব যা কেউ জানেনা। যেমন চাইনিজ ম্যানেজমেন্ট থিঙ্কার চো, কে জু সু নামের এক রমনীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে। পরে পরিবারে মিস্ম্যানেজমেন্ট এর কারনে অশান্তি আরম্ভ হয়। দুঃখে তিনি পাহাড়ে গিয়ে “চোঁ’র

হে নবজাতক সোনালী রৌদ্দুর শেষে
এক মুঠো আলো যখনো রাঙিয়ে রেখেছে আকাশ-
এলো-মেলো বয়ে চলে বাতাস; জোসনা আলো রাতে এলে দুর্জয় বেশে।

অজর ঝরা বৃষ্টি ফোঁটার রাত্রি শেষে নতুন দিগন্তে
সোনালী বিকেল যখন নতুন স্বপ্ন দেখায়-
তেমন বিকেলের আলো মুছা রাতে স্বপ্ন রাঙা ভেলায়
তুমি এলে

কী সুখে মা আছো তুমি কবরেতে শুয়ে
এই অভাগার নয়ন ভাসে দুখের নদী হয়ে

কত না সাধনা করে অধমেরে বুকে ধরে
কাটাইছো দিন পাগলিনী হয়ে
অমৃত দুগ্ধ খাওয়াইয়া পুষ্ট করছো যাদুর কায়া
অনাহারের কষ্ট বুকে সয়ে

মাতৃদুগ্ধের ঋণশোধ হয় না অভাগার তো মন মানে না
তোমার আশায়

মহাকাশযানের বিশাল স্ক্রীনের সামনে হতাশাজনক অপ্রকৃতস্থভাবে দাঁড়িতে হাত বুলিয়ে রুন মহাকাশযানের কেন্দ্রীয় কম্পিউটারকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করল, ‘সিসি, তুমি কি নিশ্চিত হতে পেরেছ এটা কোথায়?’

‘মহামান্য রুন, আমি স্ক্যানিং চালিয়ে যাচ্ছি। আমার আরও কিছু সময় প্রয়োজন। মহাকাশের এই জায়গাটা আমাদের পরিচিত

go_top