আমি জানিই না গত ১৪/০৮/২০১৩ইং তারিখে জাতিয় পত্রিকা যুগান্তরে আমার লেখা কবিতা প্রকাশ হয়েছে-
Top today
দাঁড়িয়ে আছে সে
কখনো এক পায়ে ভর করে
কখনো এলিয়ে দুলিয়ে
কখনো দু’পা কাপা কাপা
মিটি মিটি হেসে হেসে সে।
তারও আছে চাহিদা
কিছু অন্যরকম চাহিদা
বাঁচার, বাসস্থানের, আহারের, নীড়ের
স্বামী সঙ্গ, সন্তান ধারণ; লালন-পালনের।
বাজার করার, শাক-মাছ-চাল কিংবা প্রসাধনী
যৌন চাহিদাটা কি তার এতই প্রকট?
যে কারণে সে দাঁড়িয়ে আছে
কখনো
ভাঙ্গা; চুর্ণ বিচুর্ণ-
ভাঙ্গা। সব কিছু ভাঙ্গা
মন; মন মন্দির-
হাত, হাতের তালু, শক্তি
চোঁখের কার্নিশ- অন্তর আত্মা
আর ও কত কি!
সব কিছু। স—-ব।
দুঃখ নামের এক
হামার। সব কিছু চুর্ণ বিচুর্ণ করেছে
বারে বার। শতবার।
অনাহার; অর্ধহার
তৃষ্ঞা বিতৃষ্ঞা
আরও কত কি!
ভেঙ্গেছে আমায়
বারে বারে।
তবু ও বেচে আছি
এ আমার সার্থকতা।
১৪.০৩.২০১৩