পাগল হবি ভাব ধরিবি
নিলি পাগল বেশ,
আউলা-ঝাউলা কুর্তা গায়ে
লম্বা দাড়ি-কেশ।
পাটিতে বসে ধ্যান করিলি
হবি তুই বাবা,
ভাবের দেশে সাঁকো বাঁধিবি
দু’ চক্ষু বোবা।
গেরুয়া গায়ে খোঁপা বেঁধে
হইলি তুই বৈরাগী,
পথে পথে গান গেয়ে
তুই সংসার বিবাগী।
কেবল্-ই তুই ভাব ধরিলি
আসল গুদাম ফাঁকা,
ধ্যানে বসে কেম্নে তুই
শুনিস্ কাক-এর কা কা।
ভাব