সেই কবে থেকে পুষে রাখা সাধ
অবসরে বসে দেখা দিবাস্বপ্ন
আমি সাগর দেখতে যাবো।
অথচ পারিনি।
জীবন যুদ্ধে নেমেছি
ভাইকে পড়াতে
দুঃখিনী বোনের বিয়ে দিতে
মায়ের মুখে হাসি দেখতে
বাবার বাতের ওষুধ যোগাতে
আমার তো কিছু সাধ এখনো মেটেনি
তবু প্রত্যাশার শেষ নেই-
আমি সাগর দেখতে যাবো।
প্রতিদিন বসের ধমক খাই
বাসার বাজার
Top today
বাজায় বাঁশি,দুঃখ নাশি,
রাখাল বালক সুখে,
মনে বিভোর,মধুর এ ঘোর,
মৃদু হাসি তার মুখে।
প্রহর স্তব্ধ,কত নিঃশব্দ!
মন কাড়া ঐ সুরে,
পশু আর পাখী,নীরব থাকি,
নাচছে ঘুরে ঘুরে।
সে সুর যেন,মন নাড়ে হেন,
আপন পর ভোলা ,
গরু ও বাছুর,ভুলে যায় দূর,
সব মনে লাগে দোলা।
রাখালের গ্রাম,সুখচর নাম,
সুখের যেন রাজ্য,
গরীব,ধনবান,সব এক
তুমি আমার কবিতা
হৃদয়ের ঐশ্বরিক ছন্দ।
তুমি আমার কবিতা
হৃদয়ের কাব্য গ্রন্থ।
তুমি আমার কবিতা
তুমি কবিতার ফাগুন।
তুমি আমার কবিতা
কবিতায় লাল ফুলের আগুন।
তুমি আমার কবিতা
কলমের গতিময় প্রাণ।
তুমি আমার কবিতা
আমার কাব্য যান।
তুমি আমার কবিতা
কবিতার নিপুণ নকশী কাঁথা।
তুমি আমার কবিতা
হৃদয়ের সবুজ পাতা।
তুমি আমার কবিতা
হৃদয়ের নির্বাক ভাষা।
তুমি আমার