সাপুড়ের দেহে সর্প দংশন তবু অকার্যকর বিষের যাতন। নিত্য সহনশীল পাথুরে হৃদ নড়ে না তব নিশ্চল ভিত। পক্ষীর বিষ্ঠা কাকতাড়ুয়ার ঘাড়ে ঘেন্নার শুচিবাই নাহি আসে তেড়ে। স্থির-অবিচল মরা কাঠ। মৃত অনুভূতির তপস্যার পাঠ। ক্ষোভের পেরেকের নিষ্ঠুর ঘাঁ নিশ্চুপে নিরবে হজম
Top today
দিকভ্রান্ত সভ্যতা
আহমেদ ফয়েজ
ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু আলোড়নে আলোকিত হতে চায়
দেয়ালে লেগে থাকা দৃশ্য;
মাটির কলস-হাত পাখা-পাতিলের ছিকনাই
মেঝেতে আলপনা আঁকা কার্পেট আর-
অতি যত্নে অবহেলার গ্রামোফোন
এ যেন দিকভ্রান্ত-পরিশ্রান্ত শকুন।
ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু ওয়ালমেটের মত সেটে আছে একতারা
লালন ফকির-কবিগুরুর ছবি-
যত্নে গড়া দেয়ালের