শিক্ষা হয় হরেক রকম
মন্দ এবং ভালো ,
শিক্ষা দিয়ে দূর করা যায়
অজ্ঞতারই কালো।
শিক্ষা আনে ন্যায়ের পথে
বাড়ায় মনের আলো ।
শিক্ষা জানায় কোনটি যে ঠিক
কোন পথটা কালো
ভালবাসা’র যে পেয়ালা’তে দেবার কথা
প্রেমের মাতাল সুরা।
অন্ধ বিশ্বাসে আমি পান করেছি
ছিল তা বিষে ভরা।
তবুও চুমুকে চুমুকে পান করেছি
করিনি এতোটুকু ওজর।
শিরায় শিরায় আজ বিষের প্রতিক্রিয়া
গুনছি মৃত্যু প্রহর।
করিনি কোথাও এতোটুকু অভিযোগ
কারো আদালতে দেইনি ধর্না।
নিজের কর্মফল ধরে নিয়েছি তা
নিজেই করেছি নিজের নিন্দা।
মই ধরে
নারী, আমি দেখেছি নেশার অমানিশায় তোমাকে, নির্লিপ্ত।
বেদনার ঘূর্ণিজালে বন্দিতুমি, তুমি বস্ত্রহীন, নিঅম্বরী
স্বাধীন বিহঙ্গের ন্যায় শহরের পাদদেশে
তুমার অমুলক প্রাচুর্যতা ধনাঢ্যতা কেড়ে লুণ্ঠিত-
চর্বন করে রেখেছে, এখন যারা শয়ণে অসভ্য।
নারী, তোমাকে দেখেছি আজ অমুর্ত
তোমাকে নুইয়ে দিয়েছে যারা অভিধানের গ্রহ থেকে।
তাদের ইন্দ্রজাল ভেদ করার