ভাবনার গভীরে, আরো গভীরে, শত ব্যস্ততার ভিড়ে
তুমি আছ হৃদয়ের প্রতিটি পাতায় পাতায় মিশে;
আমি যখনি চেয়েছি তোমার হতে, আরো কাছে
দূর থেকে শুধু প্রতারনার কলকাঠি নেড়েছ নিজ হাতে।
আমার একটা সুনীল আকাশ ছিল
যে আকাশে ছিল তোমার আবাদ বিচরণ;
বৃত্তের বাইরে, সবটুকু সুখ ছিল তোমার