Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভাবনার গভীরে, আরো গভীরে, শত ব্যস্ততার ভিড়ে

তুমি আছ হৃদয়ের প্রতিটি পাতায় পাতায় মিশে;

আমি যখনি চেয়েছি তোমার হতে, আরো কাছে

দূর থেকে শুধু প্রতারনার কলকাঠি নেড়েছ নিজ হাতে।

 

আমার একটা সুনীল আকাশ ছিল

যে আকাশে ছিল তোমার আবাদ বিচরণ;

বৃত্তের বাইরে, সবটুকু সুখ ছিল তোমার

রূপ-যৌবন-জীবন
টল-মল জল ফোটা
পদ্ম পাতার ‘পরে
একটুখানি ঢেউয়ের নাচে
যায় যে জলে ঝরে ;

হৃদয়ে কিংবা জলে
প্রেম চলে সমান্তরালে  ।

 

 

নিশি ঘুমে-চক্ষু খুলে

স্বপ্নের পসরা দেই মেলে।

স্বপ্নের রঙ্গে স্বপ্ন সাজাই

লাল সবুজ নীলে।

বোরাক চড়ে স্বপ্ন রাজ্যে

এক পলকে বিচরণ,

চন্দ্র-সূর্য;আকাশ-পাতাল

ছুঁয়ে আসে চরণ।

স্বপ্ন রাজ্যের রাজপ্রাসাদের

মন যে কারিগর,

এক নিমেষে গড়ে তুলি

রঙ্গের শহর।

স্বপ্ন রাজ্যে বিধিরীতির

আমি অধিরাজ।

আমার শাসন সারা রাজ্যে

নিরুংকুশ বিরাজ।

খরচাপাতির বালাই নেই

নাহি লাগে শ্রম,

মনের হুকুম মনের তালিম

মন

চলে গেছ আমায় ছেড়ে বহুদূরে
ভুলিনি মুই আজও তোমারে।
স্মৃতিগুলো মনে পড়ে।
মনে আছে,  সেই দিন সেই মুহূর্তের কথা,
পার্কে এক সাথে বসে
আমায় আদর করে দিয়েছিলে,
গালে একখানা চুমো।
তার পর হাত ধরে বলেছিলে,
কখনো ভুলবেনা মোরে
জীবনে মরণে থাকবে একসাথে।
কিন্তু আজ চলে গেলে!
আমায় নিসঙ্গ করে।
স্মৃতিগুলো

হে পুঁথি- তুমি মোর নিত্য সাথী প্রাণের দোসর ,
জ্ঞানের বিভা দিয়েছ মোরে আর জীবনের খবর ।
দর্শালে বড় আসন ক্ষিতি করিতে বিচরণ
তুমি জীবনের দোছরা অক্সিজেন করেছি অনুধাবন
যে জ্ঞান দেয়নি গুরুজন , উস্তাদ , জনক-জননী
অনায়াসে তুমি দিলে তাহা হস্তের ধারে আনি ।
সারা

সুখের কিছু কথা নদীর জলে আঁকা থাকে

স্রোতে থাকে সম্ভাবনার বীজ

নরম পলির হিজল বাঁকে।

 

সম্ভাবনার কিছু স্রোত থামে

উলাসী-বিলাসী মৌমাছির গানে

তিলোত্তমা স্বপ্নের টানে।

 

অতীত কথা বলে

বর্তমান পথ দেখায়

ভবিষ্যতের পারনির ছলে।

 

কত যে সুখের গান গেয়ে যায় মাঝি

সুর ভাসায় নৌকো বাতাসে

দু-পারের শরবন অহরহ হাসে।

 

আপনারা জানেন যে কিছু শর্ত সাপেক্ষে একটি প্রতিষ্ঠানের অঙ্গীকার হয়েছে মার্চ’ ১৫ এর মধ্যে চলন্তিকার লেখকের সংখ্যা ১২৫০ এর অধিক +২০,০০০ এর অধিক লেখা + ২,০০,০০০ এর অধিক মন্তব্য  + Alexa ranking এ বাংলাদেশে ৭৫০ এর ভিতরে থাকলে তারা  আমাদের

লোকটা ভীষন ধূর্ত
ধানাই পানাই করত।
ঝুমকা ঘড়ি সোনার চুড়ি
নিজের ট্যাকে পুরত।
ওসব বেচে খোশ মেজাজে
পিত্জা খেত টাটকা।

লোকটা বেদম কিপটে
দিন কাটাত মুফতে;
ভাল্লাগে তার অর্থ কড়ি
অস্ত্র হেঁকে লুটতে।
ক্ষিধে পেলে মনের ভুলে
ফেলত খেয়ে পটকা।

এক বাড়িতে গিয়ে,
জীপ গাড়িটা নিয়ে;
রাস্তা ধরে ছুটল জোরে
করবে নাকি বিয়ে।
হঠাত্ তারে পুলিশ

বৃষ্টি হবে জেনেও আমি
বৃষ্টির কাছে গেলাম
বৃষ্টিভেজা হয়েও তবু
ভালোবাসা পেলাম ।

 সাহিত্যে একটি প্রবাদ আছে ‘কবিরা তৈরী হয়না, তারা জন্মগ্রহণ করেন। সমকালীন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মুহম্মদ নূরুল হুদাও একজন জন্ম-স্বাধীন কবি। একজন জনপ্রিয় ও শক্তিশালী লেখক হিসেবে মুহম্মদ নূরুল হুদা সাহিত্যের শুধু একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নন, তাঁর পদচারণা

go_top