Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আচ্ছা কইনতো দেখি- গেরুয়া বসন গায়, খুলিতে বসন তার চোখে পানি এসে যায়, লোকে কেঁদে খেতে চায়।
এটা কি?

উত্তরটি আগামী কাল দেয়া হবে।

কত কাল ৩১/০৭/১৩ইং তারিখে যুগান্তর পরিত্রকায় ঈদ সংখ্যা আমার লেখা কবিতা প্রকাশ হয়েছে

=============== + ================= + ================

ওই যে দেখুন পথের ধারে, একটি গরিব শিশু
ডাস্টবিনে খাবার খুঁজে, না পেয়ে আজ কিছু
ক্ষুধা নিয়ে উদোম গায়ে, কাটায় দিন ও রাত
আসুন না ভাই তাদের প্রতি, বাড়াই দুটি হাত

আমার বরাবর ই পিঠা পায়েস বিশেষ করে মিস্টান্ন খাবার খুব পছন্দ। কেউ মিষ্টির দাওয়াত দিলে মনে হয় শশুর বাড়ির দাওয়াত পাইছি।
মিষ্টান্ন আমার এতটাই প্রিয় !

এস,এস,সি পরিক্ষা দিয়ে ঢাকায় আসি , একটা কাজ পেয়ে গেলাম চিঠি বিলির কাজ ;রাস্তায় রাস্তায় ঘুরে।

হুমায়ুন আহমেদকে নিয়ে  ইমদাদুল হক মিলনের একটি লেখা আছে, নাম – হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ। লেখাটিতে হুমায়ুন আহমেদ এর সাক্ষাৎকার এর সাথে সাথে বেশ কিছু মজাদার হাসি তামাশাও চলে এসেছে যাতে হুমায়ুন আহমেদের চির হাস্যমুখর প্রানবন্ত অনুভুতিও ফুটে উঠেছে।

কোথাও কোন দূরভিসন্ধি কোন হতে
অযুত তারকার মতো আলোকবর্তিকা
কেমন যেন মিশে যাচ্ছে মিটমিট করে জ্বলতে থাকা
একটা কুপির সামনে নিমজ্জিত কোন গ্রাম্য বধূর ক্রন্দনরত শিশুর সাথে।
সকালের কুয়াশা ভেঁজা ঘাস মাড়িয়ে প্রতিদিন
যাদের ক্ষুধা জাগ্রত হয় দুয়ারে।
বাঁশঝাড়ের সাদা বক উড়িয়ে নিয়ে যায় আশা নিরাশা।
পিঁচঢালা

ভিঞ্চি তোকে দেখেনি আর দেখেনি এন্জেলো;
বেচারাদের কপাল খারাপ তোর কি এলো গেলো ?
ইচ্ছে মতো আঁকবো তোকে গড়বো মনের মতো
কূল পাবেনা মোনালিসা,ডেভিড শত শত !

দীর্ঘ একমাস যাবত আমি চলন্তিকার সাথে আছি এবং নিয়মিত লিখে আসছি। ইতিমধ্যে আমাকে সেরা প্রদায়ক ও সর্বোচ্চ মন্তব্য কারী হিসেবে পুর®কৃত করা হয়েছে। এ জন্য সম্পাদক সাহেবের নিকট আমি কৃতজ্ঞ। এ পুরষ্কার আমাকে সাহিত্যের প্রতি আরো একধাপ আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

go_top