সেদিন ফাগুনের মাস ছিল
কেউ হেটে আসছিল
সময় ছিল বিকাল
আমি তাকিয়ে ছিলাম খানিক
আহা কি রূপের ঝিলিক
এক পলকেই আমায় করল মাতাল,
আমি চেয়ে আছি সামনে
এ হয় কেমনে
দিনেই চাঁদের বুঝি হয়েছে উদয়
তোমার সাথে আমার যেদিন
প্রথম দেখা হয় ।
স্বপ্নের বীজতলাতে জেগেছে কত চারা
কবে রোপণ করবো তোমার জমিনে?
সোনালী ফসলে কবে হবে পোয়াতী?
দোল খাবে মন পবনে।
বাছাই করা কত স্বপ্নের খাঁটি বীজ
বপন করেছি আবেগের বীজতলাতে।
অঙ্কুরিত স্বপ্নের কচি চারা হাসে
তোমার অকৃতিম আশ্বাসের আলোতে।
বিশ্বাসের বেড়াতে ঘেরাও দিয়ে রেখেছি
তোমার জমিনে রোপনের আকাঙ্খায়।
কবে পাবো তোমার