আমি দেখেছি সেদিন
পিতার কাঁধে পুত্রের লাশ
দেখেছি সেদিন
মা-বোনের আহাজারি একরাশ।
ভংয়কর সেদিনের কথা
আজও চোখে ভাসে
মনে জাগে ভীষণ ব্যাথা।
এগারো জুলাই—
আজ আবার স্মৃতির পাতাই
হাত বুলাই—
কষ্টেরা আনাগুনা করে
ফেটে যায় বুক
চোখেতে ভাসে
নিষ্পাপ অবুঝ কিছু মুখ।
জীবনের এই অনাকাঙ্খিত ট্র্যাজেডি
মেনে নিতে আমরাতো ছিলাম না রেডি,
স্মরণে তাই আজ মিরসরাই
Top today
Y2K জটিলতা ছহি ছালামতে পাড়ি দেবার লোভে
তেল মবিল গ্রিজ মুখ ফসকে বেশি পড়ে গেলে
টাইম মেশিন টপ গিয়ারে উঠে গিয়েছিলো
মেগাবাইট গিগাবাইটকে চড় মেরে
টেরাবাইটের দিকে ছিনালী হাসি ছুঁড়েদিতে গিয়ে
ন্যাসডাকের নাক থ্যাবড়া হয়ে গেলো
হ্যাং হয়ে গেলো http://www.com
বনেদী দোকানগুলোর গ্রিল,সাটারেও
তেলাপোকাগন আদর্শগ্রামের গোড়াপত্তন করতেছিলো
তারপরও গিয়ার