জীবনের কাঁটা ভরা পথ চলতে যখন ক্লান্ত,
বিধ্বস্ত এ মন
চারদিকে অসীম হতাশার নিবিড় অন্ধকার;
অথৈ সাগরে
হাল ভাঙ্গা দিশেহারা নাবিকের মত আমি একা
তখন সেই পথ পাড়ি দিতে প্রিয়তমা তোমাকে চাই।
কঠিন এই পৃথিবী, পদে পদে প্রতারণা আর প্রবঞ্চনা
সত্য ও ন্যায়ের পথে মেলে শুধু পরাজয়;
পরাজয়ের