Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রতিদিনের র  শারীরিক পরিশ্রম ফিজিকাল স্ট্রেস এর চাপ সর্ব প্রথমে পরে আমাদের ফুট অথবা পায়ের পাতায়। পায়ের উপর ভর করে আমরা দাড়িয়ে থাকি এবং শারীরিক প্রেসার এর ৯০% বহন  করে আমাদের ফুট। সুতরাং আমাদের শারীরিক ক্লান্তি  কাটিয়ে শরীরের শক্তি বৃধি

“কইন্যা হইয়া জন্ম নিছ, এত বাহানা কইর না, যেইডা দেই হেইডা খাও-যেইডা কই হেইডা হোনো” এমন কত কথা যে শুনতে পাওয়া যায় গ্রামে গেলে। দেখে মনে হয় পিতা-মাতারা তাদের মেয়েকে পরের বাড়িতে গিয়ে কাজ করে খাওয়ার জন্য আর বাড়ির সকলের

বৃহষ্পতি বার রাত এগারটায় হঠাৎ আমার মেজ কুটুম ফোন করল

ঃ দুলাভাই বার্মা যাবেন নাকি ?

উল্লেখ্য আমার মেজ কুটুম গত তিন বছর যাবৎ টেকনাফে দোকান নিয়ে মায়ানমারের সাথে ব্যাবসা করছে ।

ওর এই প্রস্তাবে আমিও উৎফুল্ল হয়ে গেলাম । তারপরও নিজের ব্যাবসার

————————————

গরম ভাতে পানি ঢালি
 পান্ত ভাতে ঘি
 খারে খা লুঠেরা সব 
 সারা গালে মাখি;
 
 
  এটা ওটা সব তো খেলি
 আর কি আছে বাকি
 সোনার দেশের সোনার মাটি
  নিলাম তুলবি নাকি?

———————————–

রূপ দিয়েছেন বিধাতা তাকে অকৃপণ হাতে
যার কিঞ্চিৎ ছটায়ই হৃদয়ে ওঠে ঝড়।

রূপের রিনিঝিনি সুরের মূর্ছনায়
হৃদয়ে অনন্ত ঝড় তুলে দিয়ে
সুর থামিয়ে চলে যায় উল্টোদিকে
আরেকটা হৃদয়ে ঢেউ তুলবে বলে
পিছনে পরে রয় ঝড়ের দাপটে কাতরাতে থাকা
সাদাসিধে এক সরল ভুক্তভোগী।

মানুষ বাঁচে ধর্মে ,

মানুষ বাঁচে কর্মে ।

 

মানুষের হয় চিন্তা চেতনা ,

মানুষ পায় ব্যথা বেদনা ।

 

মানুষ বাঁচে  আলো আশায়,

মানুষ বাঁচে ভালবাসায় ।

 

মানুষের কাটে স্বপ্নে রাত ,

দিন যায় হাতে রেখে হাত ।

 

মানুষ বাঁচে স্বপ্নে ,

মানুষ বাঁচে রত্নে ।

কান নিয়েছে চিলে !
মনের সুখে উড়ছে, না কি খাচ্ছে সেটা গিলে ?
হাত না দিয়ে কানে,
কানটা খুঁজি আকাশ জুড়ে, ভয় ধরেছে প্রাণে !
কানের শোকে ভাসি !
কান না পেয়ে মনের দু:খে বাসায় ফিরে আসি !
চোখের কাছেই আয়না,
তা না দেখে মায়ের কাছে ধরছি

মায়াবতী, ওগো মায়াবতী !
শুনছো কি ?
তোমায় যে ডাকছি আমি।
একটু সময় হবে কি ?
আমার জন্যে তোমার ?
একটু দাঁড়াবে কি, মায়াবতী ?
একটু থেমে আমায় বলবে কি ?
মায়া দিয়ে হয়টা কি ?

শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।
যতসব নাকি যাদুর কারবার ?
জাদু মাখান নাকি থাকে

প্রশ্ন: ভালো আইনজীবী ও ইউ এফ ও’র মধ্যে মিল কোথায়?

উত্তর: দুটোর কথাই আপনি শুনেছেন, কিন্তু কখনো দেখেননি।

কলমের কালি শুকিয়ে গেছে
তবুও লিখা যায় কিছু ভাঙ্গা  শব্দ।

তোমার জন্য প্রেম মরে গেছে

তবুও কিছু মায়া এখনও হয়নি বিলুপ্ত।
নদীর বুক শুকিয়ে গেছে
তবুও রয়ে গেছে ছোট্ট একটা গর্তে জলের নমুনা।
ভেঙ্গে গেছে প্রেমের তাজমহল
তবুও কিছু ভাঙ্গা টুকরোতে রয়ে গেছে আল্পনা।
দিনের আলো ফুরিয়ে গেছে
তবুও

go_top