Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

এ হুসাইন মিন্টু ভাইকে অভিনন্দন!!!

: | : ০১/০৯/২০১৩

আগস্ট’২০১৩ এর সেরা প্রদায়কের তালিকায় এ হুসাইন মিন্টু ভাই প্রথম হওয়ায় আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি এ পর্যন্ত যেসব লেখক সেরা প্রদায়কের তালিকায় প্রথম হয়েছে তারা কেউ এখন এ ব্লগে নেই। কেন তারা প্রথম হওয়া সত্ত্বেও এ ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন তার কারণ আমার জানা নেই। এ ব্যাপারে মাননীয় সম্পাদক সাহেবকে গভীরভাবে চিন্তাভাবনা করার জন্য পরামর্শ দেওয়া হলো। আর মিন্টু ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে আশা করি আপনি অন্যদের পথ অনুসরণ করবেন না। আমাদের সাথে নিয়মিত লেখার চেষ্টা করবেন।

পাশাপাশি আগস্ট’২০১৩ এর সেরা প্রদায়কের তালিকায় তৃতীয় স্থান অর্জনকারী এ টি এম মোস্তফা কামাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনিও আমাদের সাথে সবসময় থাকবেন।

দোয়া করি আপনারা একদিন এদেশের একজন স্বনামধন্য সেরা লেখক হবেন। শুভ হোক আপনাদের ব্লগিং জীবন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top