Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

কয়েকটি সাদাপাতা

: | : ০১/০৯/২০১৩

জীবনের সীমান্তে এসে
পেছনে তাকিয়ে দেখি
স্মৃতির বিস্তার…
সবুজ কৈশোর ছোঁয়া।

জীবনের এ্যালবাম
নীরবে ওল্টাতে থাকি—
চেয়ে দেখি পাতায় পাতায়
বিপ্লব, কারাবরণ
জীবন যুদ্ধের মাঠ
পত্রিকা অফিস
উদ্যাম তারণ্য
কৈশোর,শৈশব
পাঠশালা,পন্ডিত মশাই
এমন হাজারো ছবি।

শুরু থেকে কয়েকটি পাতাই শুধু
খালি পড়ে আছে…
-আমার জন্ম ঘোষণা
প্রথম কান্নার সুরে,
-মায়ের দুধের স্বাদ
-তাঁর মোহময় বুকে নীরবে ঘুমিয়ে পড়া
-খাবার দাবীতে ভেঙে চুরমার করা
তাঁর ঘুমের দেয়াল

এ রকম ছবিগুলো নেই !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top