Top today
তুমার আশ্রয়ে
কতগুলো প্রহর পেরিয়ে উঁকি দেয়
একটি সফেদ কবিতার আসমান
তুমি যেথায় উষ্ণ আলিঙ্গনের সুখে বিভোর।
স্বপ্নে গুটিয়ে নেয়া অজস্র ফুল পরীর পাখনা
আর কল্পিত ফেরেশতার উজ্জ্বলতায় জজোল্যমান।
কতগুলো প্রহর পেরিয়ে আমি ফিরে পাই দিশারী;
বৈপরিত্য আর তাচ্ছিল্যতা গুছিয়ে দু’চরণ লেখার কালি।
তুমি সেথায় সাদা মেঘে পালা দিয়ে উড়ছ, দিগ¦ীদিক
তুমি সেথায় হাসির কম্পনে মাত করছ ধরাসীম।
উড়ন্ত শাড়ির আঁচলের ভাজে ভাজে তবু স্থান খোঁজে
মুখ বুজে – মেঘেরা
সাদা সাদা মেঘেরা।