Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

তুমার আশ্রয়ে

: | : ০১/০৯/২০১৩

কতগুলো প্রহর পেরিয়ে উঁকি দেয়
একটি সফেদ কবিতার আসমান
তুমি যেথায় উষ্ণ আলিঙ্গনের সুখে বিভোর।
স্বপ্নে গুটিয়ে নেয়া অজস্র ফুল পরীর পাখনা
আর কল্পিত ফেরেশতার উজ্জ্বলতায় জজোল্যমান।

কতগুলো প্রহর পেরিয়ে আমি ফিরে পাই দিশারী;
বৈপরিত্য আর তাচ্ছিল্যতা গুছিয়ে দু’চরণ লেখার কালি।
তুমি সেথায় সাদা মেঘে পাল­া দিয়ে উড়ছ, দিগ¦ীদিক
তুমি সেথায় হাসির কম্পনে মাত করছ ধরাসীম।
উড়ন্ত শাড়ির আঁচলের ভাজে ভাজে তবু স্থান খোঁজে
মুখ বুজে – মেঘেরা
সাদা সাদা মেঘেরা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top