নিঠুর মায়া
ওরে ধরা তুমি বুঝি জননী
আর সকলি তোমার দুলাল নন্দিনী
শ্রেষ্ঠ জাদুকর তুমি মনে হয়
তাই সবার চিত্ত কর জয় ।
তুমি যে মোর চির আপন ,
ভুলিতে নাহি চায় মন ।
মায়ের মমতা তোমার ক্ষমতা যেন সমান
দিনে দিনে তোমার প্রেমে হই ধাবমান ।
তোমার কোলে রাখিতে কভু পারিবেনা চিরকাল ,
তবু হাবুডুবু খাই তোমার প্রেমে হয়ে বেসামাল ।
মনের জ্বালা বিরহ যাতনা ভুলে দাও তুমি
নিঠুর প্রেমে গড়াও মোদের নরকের আসামি ।
কেহ ভুলিতে নাহি চায় তোমাকে
ঠাঁই দিয়ে রাখে গহীন বুকে
তুমি বড় নৃশ্বংস মায়াবী অভিনেতা
পথ ভ্রষ্ট করে তোমার মমতা ।
যবে এসেছি তোমার কোলে ,
বড় হয়েছি দোল খেলে ।
যেদিন আমার হইবে মরণ
হাসিবে খোদা কাঁদিবে প্রিয়জন
ওরে ভুবন-
তুমিও করিবে ক্রদন
রাখিতে পারিবেনা বক্ষে ধরে
তুমিও যে নশ্বর একদিন যাবে মরে ।
তুমি একজন সৃষ্টি তোমার আছে বিধাতা
তোমায় দিয়েছে বহু শতাব্দী বাঁচার ক্ষমতা
আর করিওনা ছলনা ,
তোমার প্রেমের মোহেতে ডেকনা ।
তোমার মিত্র হয়েছিলাম করেছ বিশাল ক্ষতি
শত্রু হয়ে পেতে চাই ভ্রান্তির মুক্তি ।
যেদিন তুমি হবে প্রলয় রহিবেনা কিছু ধরাতে
সবার বাস হইবে একই মর্তে
সবি তো স্রষ্টার করণী
ওগো প্রেমময়ী ধরণী ।