Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

রোগী বদু খায় শুধু পাউরুটি মধু

: | : ০১/০৯/২০১৩
লিকলিকে পায়ে হাটে আমাদের বদু ;
সবকিছু খায় বদু, খায় না তো কদু।
হামবড়া ভাব নিয়ে করে চলাফেরা-
যদিও সে কানে খাট, এক চোখ ট্যারা !

আমাদের বদু মিয়া ক’রে টাকা চুরি,
হীরাঝিল হোটেলেতে খায় কিমা পুরি;
চটপটি খায় বদু- চটপট ক’রে।
ডায়রিয়া কলেরাতে ভোগে মাস ধ’রে।

মিশকালো দেহ তার করে চিকমিক,
তাই দেখে দাঁড় কাক হাসে খিকখিক;
রেগেমেগে বদু মিয়া ঢিল মারে কাক এ-
সেই ঢিল গিয়ে পড়ে মৌমাছি চাকে !

মৌমাছি দল বেঁধে যায় দ্রুত ছুটে,
বদুটার গায়ে তারা দ্যায় হুল ফুটে;
ওরে বাবা মাগো ব’লে কেঁদে ওঠে বদু ,
রোগী বদু খায় শুধু পাউরুটি মধু !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top