Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ইঁদুর

: | : ০২/০৯/২০১৩

ইঁদুর থাকে সবখানে মাটির নিচে উপরে
শক্তি সাহস দিয়ে তাকে ঠেকাতে বলো কে পারে ?
ইঁদুর একটি দুটি তিনটি করে
মুখোসধারী মোড়ল সেজে ,
লুকিয়ে থাকে চুপ করে ।
মাটির নিচে চোরের মত চুপিচুপি ধান কাঁটে ,
ধরতে গেলে ফাঁকি দিয়ে যাচ্ছে ঠিকই পাশ কেটে ।
অফিস ও মন্ত্রীসভার ফাইল কাটে সংসদে
ধরতে গেলেই দৌড়ে পালায় চার পদে ।
তাই শুধু নয় দখল করে ঘর-বাড়ি
দিন দুপুরে বই কাটে সুযোগ পেলে গোফ দাড়ি ।
বিদ্যুতের তার কাটে মাথার চুল ও ক্যাপ ,
সব কাটা শেষে ইঁদুর কাটবে দেশের ম্যাপ ।
ইঁদুরগুলো মারতে হবে চলরে সবাই চল
বাজার থেকে আনবো কিনে ইঁদুর মারা কল ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top