Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

চৈতালী-লোক

: | : ০২/০৯/২০১৩

আলোক-সন্ধ্যায় রোজ রাজপথ ছাড়ি

সুলভের হাতছানি ঘুঙুরে-মাদলে

আলে শুয়ে থাকা কাদমাটি-জোছনা

কুয়াশায় ভিজে যাওয়া বৃষ্টি-আদলে।

 

বিষুবরেখায় জাগে জীবনের পাকদন্ডী তপস্যা-পাথর

চোখের ভেতর ওড়া প্রজাপতি ধরি

বেহিসেবী কথা বলে ঝিনুকে-শামুকে

জল ছিটিয়ে ভেঙে দিই আলো বিভাবরী।

 

বুনো ঘোড়ার শব্দে জাগে রাত

তারার কাছেই ছিল ভোরের সুখবর

ধানজমি কথা দেয় উর্বরতার অবকাশে

পাখির ডানায় বাঁচে পাতার বিবর

 

ওড়ার বাজনা বাজে সুখ রাজ্যময়

সর্পিল শব্দে গাঁথা শাপান্তের শোক

হেঁটে চলা আদিম পায়ে জন্মান্তরের দাগ

শিশুর হাসিতে ভোলা চৈতালী-লোক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top