Top today
টাকা – ১
ঢাকা শহর
টাকার শহর
টাকা নাকি উড়ে রে-
আইস্যা ঢাকায়
ঘুইর্যা বেড়ায়
পাই না টাকার দেখা রে-
এই শহরে
কোন মোড়ে
কোন গলিতে টাকা উড়ে
কেউ একজন
বলে দেবেন
কেমনে টাকা ধরবো রে ।
ঢাকা শহর
টাকার শহর
টাকা নাকি উড়ে রে-
আইস্যা ঢাকায়
ঘুইর্যা বেড়ায়
পাই না টাকার দেখা রে-
এই শহরে
কোন মোড়ে
কোন গলিতে টাকা উড়ে
কেউ একজন
বলে দেবেন
কেমনে টাকা ধরবো রে ।