Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তটিনী

: | : ০২/০৯/২০১৩

(Sonnet-চতুর্দশপদী কবিতা)
যে তটিনীর গর্ভে জন্ম আমার সে আজ মৃত প্রায় (a)

যার শীতল স্রোতে জুড়িয়েছি মোর দেহ মন প্রাণ (b)
অহর্ণিশি শুনেছি তার সকরুণ সুরে শ্রুতি মধুর কত গান (b)

আজও তার স্মৃতির স্রোতে সাঁতার কাটে মোর অশরিরী কায় (a)
শ’ ক্রোশের সাক্ষ্য নিয়ে ক্লান্তিহীন স্মৃতি নিয়ে সে শুধু সমুখপানে যায় (a)

উৎস্বর্গের উপমায় অবহেলার প্রভায় বক্ষে ভাসে সদা প্রেমের ঘ্রাণ (b)
হয় না সে বিধুর পথ চলাতে, মর্ম পিড়ায় ভাঙে না সে, হয়না কভু ম্লান (b)

আধার পথের পাষাণে, সুখ, দুঃখ বিষাদে, দুঃখ যে তার বায় (a)

পথের ক্লান্তি পথে হারায়, পথের দুঃখ পথে হারায়, পথকে করেই সাথী (C)
পথে কত আপদ-বিপদ, কত আছে শবল শ্বাপদ, ছোঁয়না তাকে কভু অপথ (d)
কোটি লিটার দুগ্ধ দিয়ে বড় করে হাজার ভুখা অপত্যকে (e)

এত শত দুঃখ নিয়ে, বুকে ব্যথা কষ্ট নিয়ে, বাঁচায় সবে, খোঁজেনা সে পরমাগতি (c)
তবে মোরা ভয়তে কেন ভীত হব, পথ চলতে পিছবা হবে দেখলে সমুখ বিপথ (d)

যতই আসুক ঝড় ঝান্ডা মা তটিনীর শিক্ষা নিয়ে পরাভূত করব সকল অসত্যকে। (e)

শব্দার্থ
বায় – বায়ু
অপত্য – সন্তান
শবল – নানা বর্ণযুক্ত
পরমাগতি – মুক্তি
বিধুর – কাতর

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top