Top today
“তোমার কথার উত্তরের প্রতিউত্তর”
সাধনায় সাধ্য মিলে
আশাতে ভালবাসা,
কামনায় বাসনা মিলে
আর তাতে মিটে পিপাসা ।
ছেট ছোট বালির কণা মিলে
বালির বড় চর,
মায়া আর মমতা মিলে
পরের ঘরই হয়- আপন ঘর ।
মিলে যাই তুমি আমি…
তুমি আমি হই এক প্রাণ
তোমার মরা গাছে ফোঁটাবোই ফুল
ভালবাসা দিয়ে- দিয়ে নিজের জান ।
তুমি কি বন্ধু এবং ভালবাসা নামক নাটক দেখেছো?
তাদের ভালবাসা এতো যে; তারা ভালবাসার গুরু
হয় না তবু ভালবাসা বাসি
শেষে হয় বন্ধু ভাল বাসা শুরু ।
আমি ও তেমন তোমায়………
তোমার অজান্তে ভালবেসে যাবো ,
আজ না হয় কাল; কাল না হয় পরশু
শেষে তো তোমার ভালবাসা পাবো ।