Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

ভূত-বিড়াল

: | : ০২/০৯/২০১৩

ভূতেরা সব বিড়াল সেজে, আসে আমার বাড়ি
ইঁদুর-পোকা খায়না তারা, খোঁজে মাছের হাঁড়ি

একটুখানি ধমক দিলে, ভেংচি কাটে মুখে
বলবে তারা, টের পাওনা, আছো বেজায় সুখে

গাছ কেটে সব সাবাড় করো, থাকবো-খাবো কই
তোদের ঘরে থেকে-খেয়ে, করবো রে হই চই

কি কি আছে ঘরের ভেতর, বের করে দে খাই
সকাল-বিকেল আস্ত খাসী, নান রুটিও চাই

দুপুরে দিবি গরু-ভেড়া, সঙ্গে দইয়ের হাঁড়ি
সময় মতো না পেলেই, মাগনা খাবি ঝাড়ি

ভেংচি-ঝাড়ির ভয়ে লোকে, খাওয়ায় ডাবল-ডাবল
অলস খেয়ে ভূতেরা সব, করছে আবোল-তাবোল

হাত চলে না, পা চলে না, শুয়ে বসে খায়
চলাফেরা যায়না করা, পরাণ বুঝি যায়

বুদ্ধি করে পিটনি লাগায়, গাঁয়ের কয়েক জনে
ভূত ব্যাটারা জান বাঁচাতে, পালিয়ে গেল বনে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top