Top today
লাশঘরে আড্ডা
আনন্দ এতো দুষ্প্রাপ্য কি কোন সিণ্ডিকেটের কারণে ?
(আমার একার নয়, সবার কথাই বলছি)
আনন্দের হয়ত অন্ধ চোখ, তাই এথা-ওথা ঘুরে মরে দিশাহীন ;
হতচ্ছাড়াকে খোঁজে পেলে ছোঁয়ে নেব –
যত অশ্রু জমা ওর অক্ষিকোটরে ।
জীবন এতো অসুস্থ কেন ?
(সবার নয়, আমারটার কথা বলছি)
ধুকে ধুকে অবশেষে ধোকাবাজটা মরার পর লাশঘরে বুক চিড়ে দেখবো –
এর হৃদ কত খঞ্জরাঘাতে রঞ্জিত ;