Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দুষ্ট-মিষ্টি ভালোবাসা…

: | : ০২/০৯/২০১৩

ইশশ…উফফ…
-দেখে চলতে পারেন না, চোখ কি হাতে নিয়ে ঘুরেন?
-ওমা!! আমি কি করলাম? আপনি-ই তো সাঁপের মতো ফোঁস করে এসে আমার উপর পরলেন।
-ওটা সাঁপের মত ছিল না, পাখির মত ছিল।
-এমন ডানাকাটা পাখিতো জীবনে দেখিনি।
আরাফের এমন উদভট কথা শুনে ফিক করে হেসে ফেলে অহনা।
-আচ্ছা ঠিক আছে ওটা ডানাকাটা পাখির মতই ছিল, এবার খুশি?
-হ্যাঁ খুব খুশি। হি…হি…
-(মৃদু হেসে অহনা) আপনি কি এই ভার্সিটিতেই পড়েন?
-হুম? কেন আমাকে দেখে কি এই ভার্সিটিতে পড়ি বলে মনে হয়না?
-না। মনে হয় আপনি এখানকার লেকচারার।
আবার হাসে অহনা।
-এত হাসির কি আছে আমিতো বুঝলাম না। আমি যাই আমার একটা ক্লাশ আছে।
-আপনিতো খুব খারাপ মানুষ, একটা সুন্দরী মেয়ে আপনার সাথে কথা বলছে আর আপনি তাকে ইগ্নোর করে চলে যেতে চাইছেন।
-ও আচ্ছা আপনি সুন্দরী নাকি! খেয়াল করিনিতো।
-তা করবেন কেমনে? ইয়া বিশাল একটা চশমা কি আর শুধু শুধু লাগিয়েছেন।
-আচ্ছা আপনাকে আমি চিনি না জানি না তবুও আপনি আমার সাথে যেচে ঝগড়া করছেন।
-চিনি না, চিনে ফেলব। আমি অহনা, এই সেমিস্টারে সাইকোলজিতে ভর্তি হয়েছি।
-ও তাই তো বলি ঝামেলাটা কেন হচ্ছে। (খোঁচা মেরে কথাগুলো বলে আরাফ)
-মানে আপনি কি বলতে চাচ্ছেন ঠিক করে বলেন তো।
-না, কিছু না। আমি যাই।
-আপনিতো দেখি ভারি ফাজিল, আমার পরিচয়টা জেনে নিলেন অথচ আপনারটা বল্লেন না।
-আমার পরিচয় জেনে আপনি কি করবেন?
-কাজ আছে। আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, আর ভার্সিটিতে আপনার সাথেই আমার ফার্স্ট কথা।
-ও, আমার আপনাকে পছন্দ হয়নি
(ডাহা একটা মিথ্যা বল্ল আরাফ, ওর কাছে অহনাকে পরীর মত মনে হচ্ছে, কিন্তু নিজের ইগোর জন্য অদভুত আচরণ করছে।)
-আমি কি বলেছি আমাকে আপনার পছন্দ হতে হবে, আপনি বেশি কথা বলেন। আর আমাকে আপনার পছন্দ হয়নি এত বড় মিথ্যা বলা আপনার উচিত হয়নি।
-আমি মিথ্যা বলছি?
-অবশই মিথ্যা বলছেন, মিথ্যুক কোথাকার।
-মিথ্যুকটা সিলেটের

আর হাসি চেপে রাখে না আরাফ।
দু’জনই হো হো করে হেসে ওঠে।
সেই থেকে বন্ধুত্বের শুরু। আজ ওরা খুব ভাল বন্ধু, বন্ধুর চেয়েও কখনো কখনো অনেক বেশি।
এভাবেই দু’জন ভাসতে ভাসতে কতদূর চলে যাবে তা সময়ই বলে দেবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top