Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অখন্ড যন্ত্রণাবিদ্ধ

: | : ০৩/০৯/২০১৩

বার বার হেরে যাই কবিতার কাছে
অখন্ড শব্দের স্রোত
বিপর্যস্ত হয় হামেশাই।
সেকেলে কক্ষের স্বাস্থ্যহীন পরিবেশ
বাইরে ডাকছে এসে বন্ধুবর হৃষিকেশ
একটানা শিশুর কান্নার সুর
পাখীদের ডাকাডাকি, বহু দূর
হতে ভেসে আসে কলের চাকার শব্দ
প্রকৃতি কখনো বুঝি হবে না নিস্তব্ধ !

সেকেলে কলোনী, শ’ খানেক মানুষের
শব্দময় বসবাস
দেয়ালে সেঁদিয়ে থাকে
সবার নি:শ্বাস
মুখবন্ধ স্বভাবের ব্যাপক আকাল
কবিতো দূরের কথা অকবিও ভীষণ নাকাল
কাগজ কলম হাতে যখনি বসেছি
এক জন বলছে,
কী মাস্টার, কেমন রয়েছো ?
দেশময় সামরিক শাসন চলছে।

নিরর্থক প্রশ্নের জ্বালায়
কবিতার শব্দমালা ছিটকে পালায়
বই নিয়ে বসতেই, হায়
শরীর ঢেকেছে এক লোকের ছায়ায়
সশরীরে এসে গেছে হৃষিকেশ বাবু
আমার দর্শনশাস্ত্র একেবারে কাবু !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top