Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনাবাদী বুক

: | : ০৩/০৯/২০১৩

অনাবাদী থেকে থেকে এই বুক
পতিত জমির মতো আগাছাসঙ্কুল।
সততার পেলব শরীরে
মিথ্যার দগদগে ক্ষত !
গোলামীর কাঁটাগাছ বিষফল জন্ম দিয়ে
অবস, নিথর করে রেখে গেছে চেতনার কুঁড়ি।
উন্মেষের রক্তজবা কখনো ফোটে না।
হিংসার প্রবল স্রোতে
ডুবে গিয়ে প্রেমের উঠান
বিধবা নারীর মতো জীবন বোনে না।
নির্দয় জোঁকের মতো রক্তচোষা স্বভাবের
মগজের প্রতি পরমানু।
কাণ্ডময় বটের বদলে
স্বর্ণলতা জন্মে আছে ঢের।

এখনো সময় আছে
আগাছা উঠিয়ে এই বুকের পলিতে
গোলাপ ফোটানো যাবে
নি:স্বার্থ গন্ধ ছড়ানো।
উন্মেষের রক্তজবা
চেতনার কুঁড়ি
সততার বিমল জোছনা
উচ্ছ্বসিত প্রাণের জোয়ার
এখনো ভরাতে পারে
বুকের জমিন

চেতনার হাজার দোহাই
এমন সুফলা বুক
বারবার অনাবাদী
রেখে রেখে পতিত করো না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top