“আর একটিবার’’
দেখিয়া মিটিত না সাধ দু’নয়ন ভরিয়া
তবে না দেখিয়া কেম্নে আছি বাঁচি,
বুভূক্ষা দু’আঁখির অভুক্ত মণি
কল্পনার বিলাসিতায় নিই খুঁজি।
আছি তো বাঁচি স্মৃতির রস চুষি
অপুষ্টিতে ভোগা দুর্বল হৃদয়,
নিঃশ্বাস আছে তাই-আছি বাঁচি;
মনের রঙ ফ্যাকাসে-ক্ষয়।
কত দিবস চলিয়া গেলো;
কত রজনী হইল বিনিদ্র,
বারংবার দেখিবার নিখাত সাধ
হইল না তো ফাঁপা-ছিদ্র।
কার দৃষ্টিতে কেমন তুমি?
আমার নয়নে তুমি পরী,
ঐ মায়া ভরা মুখ ভাবিয়া আমি
আজো সুখের স্বর্গ গড়ি।
কতদিন দেখি নাই তোমায়
তৃষ্ণার্ত আমার দু’নয়ন,
আর একটিবার যদি দেখিতাম তোমায়
দৃষ্টি সুখের অবগাহন।
স্মৃতির ফ্রেমে বাঁধাই করা ছবি
রাখিছি যতনে হৃদয় মন্দিরে,
একাকী গোপনে প্রণাম করিয়া
পূজো করি প্রেমের মন্তরে।
হইব কি দেখা আর একটিবার?
দিতাম দৃষ্টি পুস্প তোমার বদনে,
স্মৃতির উচ্চাসনে বসাইতাম তোমায়
অভ্যর্থনা প্রেমের তোরণে।
“আরএকটিবার’’-৬৫
দেখিয়া মিটিত না সাধ দু’নয়ন ভরিয়া
তবে না দেখিয়া কেম্নে আছি বাঁচি,
বুভূক্ষা দু’আঁখির অভুক্ত মণি
কল্পনার বিলাসিতায় নিই খুঁজি।
আছি তো বাঁচি স্মৃতির রস চুষি
অপুষ্টিতে ভোগা দুর্বল হৃদয়,
নিঃশ্বাস আছে তাই-আছি বাঁচি;
মনের রঙ ফ্যাকাসে-ক্ষয়।
কত দিবস চলিয়া গেলো;
কত রজনী হইল বিনিদ্র,
বারংবার দেখিবার নিখাত সাধ
হইল না তো ফাঁপা-ছিদ্র।
কার দৃষ্টিতে কেমন তুমি?
আমার নয়নে তুমি পরী,
ঐ মায়া ভরা মুখ ভাবিয়া আমি
আজো সুখের স্বর্গ গড়ি।
কতদিন দেখি নাই তোমায়
তৃষ্ণার্ত আমার দু’নয়ন,
আর একটিবার যদি দেখিতাম তোমায়
দৃষ্টি সুখের অবগাহন।
স্মৃতির ফ্রেমে বাঁধাই করা ছবি
রাখিছি যতনে হৃদয় মন্দিরে,
একাকী গোপনে প্রণাম করিয়া
পূজো করি প্রেমের মন্তরে।
হইব কি দেখা আর একটিবার?
দিতাম দৃষ্টি পুস্প তোমার বদনে,
স্মৃতির উচ্চাসনে বসাইতাম তোমায়
অভ্যর্থনা প্রেমের তোরণে।