Top today
তুমিই পারো
মনে কি পড়েনা কখনও
সু-সময়ে কি দুঃসময়ে
ছুটে যেতে ইচ্ছা হয়। অতঃপর
পাগলের মত জড়িয়ে ধরি তোমাকে।
তুমি প্রেম দাও, আদর দিয়ে
দূর করে দাও সমস্ত ক্লান্তি।
তোমার দৃষ্টির শান্ত ছায়া,
আমাদের ছোট গাঁয়ের বটতলাটা যেমন।
শেকড়ে শেকড়ে নুঁইয়ে আছে
অবিন্যস্ত ডালপালাগুলো,
কত পথিকের সান্তনা।
তুমি শুধু আমাকে খূশী করো,
আমার অতৃপ্ত আত্মা তোমাকে খুঁজে নেয়।
অনেক পাওয়ার মাঝে,
ধানসিঁড়িটির তীর, আর বেনী মাধবের সুদের তাগাদা,
তুমি ভূলিয়ে দাও সুনিপূণ কৌশলে।
তারিখ: নভেম্বর ২৫, ১৯৯৩। পিলখানা, মুরাদপুর।