Top today
দুটো-ই আপদ
দুই নারী’র চুলা-চুলি
আমগো মরণ দশা।
মরিচের জান যায়
পাটা-পুতা’র ঘষা।
মারামারি;কাটাকাটি
তাগো বিনোদন,
মধ্যিখানে কচু কাটা
হয় জনগন।
ক্ষমতার চেয়ারে
বসতে হবে তাই,
যেমন করে হোক
চাই-ই শুধু চাই।
মুখ নয় ডাস্টবিন
গন্ধ ছড়ায় খিস্তি,
তাগো কাছে হার মানে
অশিক্ষিত বস্তি।
ক্ষমতার মস্নদে
বসা-ই তাদের লক্ষ্য,
কত জন লাশ হলো
খালি মায়ের বক্ষ।
কিচ্ছু আসে-যায় না তাতে
চায় তারা ক্ষমতা,
তাগো স্বপ্ন পূরণ করতে
লাশ হয় জনতা।
জনতা ও মহাবেকুব
এক একজন গাধা,
একুশ বছরেও কাটেনি
মোহাবিষ্ট ধাঁধা।
দুই নারী’র চার পাশে
পা চাটা কুত্তা,
চা’র চেয়েও কাপ গরম
ঘেউ ঘেউ বক্তা।
অনেক হয়েছে আর না
আমরা করি শপথ,
দুটার পিছনে আর নয়
দুটোই আস্ত আপদ।