Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

প্রেম-বিলাপ

: | : ০৩/০৯/২০১৩
রূপসী , সুকেশী , সুনয়না আঁধারের শশী
সুন্দুরী অপরূপা তোমার তুলনা তুমি ।
তোমার জন্য দিতে পারি
মহাসাগর পাড়ি
তোমার জন্য সাজাতে পারি
তারা রাশি রাশি !!
হারিয়ে যেতে পারি গহীনে
হিমালয় কিংবা উচু চূড়া যেথায়
আগ্নেয়গিরী অগ্নুতপাত লাভায়
তুমি আমার মনের মাধুরি পাখি,
মনের পিপাসা মিটাতে পারি
দেখি মায়াবি দুটি আখি।
তোমার জন্য দিতে পারি ঝাপ
নীল জলে ডুব, যেতে পারি মহাতল….চাই ভালবাসা চাই নিজ মান
বেচে থাকার অধিকার সম্মান
সার্থ ফুরিয়ে গেলে
যাবে কী সব আংগীকার ভূলে?
দেশন্তরে খুজেছি তোমায় বহুকাল
সংগী হবে, হবে কী আমার বাহুর বল ?
চাঁদ গ্রহ তারা রবি
যেন তুমি ছাড়া সবই
নিশি দিন মূল্য হীন ।
ঝড় বন্যায় তলিয়ে যাবে আসমান থেকে ভূমি
তোমার জন্য আমি আমার জন্য তুমি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top