Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এ আরেক মুখ

: | : ০৪/০৯/২০১৩

একটা মুখের আদল
প্রত্যহ এঁকেছি কল্পনায়
নিখুঁত গড়ন
মায়াবী মায়াবী চোখ
অনন্যা !
রূপসী !

যেদিন তোমাকে আমি
চোখ তুলে
প্রথম দেখেছি
নিমেষেই বুঝে গেছি
এ মুখ সে মুখ নয়
এ আরেক মুখ !
এ চোখ সে চোখ নয়
অন্য কোন চোখ !
হরিণী চাহনী নেই
গভীর নীলাভা নেই
সহজ সরল।
অধর রক্তাভ নয়
গভীর শ্যামল !
বুক চেরা হাসির ঝিলিক নেই
ছড়িয়ে ছিটিয়ে শুধু
হাসিমাখা ভাব
দুগালে পড়ে না টোল
দুপাশে লুটানো চুল
খুব ঘন কালো নয়
তেমন দীঘল নয়।

অথচ এখন
যেভাবেই স্বপ্ন দেখি
কল্পনায় পাখা মেলি
বারবার ভেসে ওঠে
একটাই মুখ
অন্য কারো নয়
সে তোমার মুখ !
সে তোমার মুখ !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top