Top today
দুঃখ
তোমার রূপে দেওয়ানা সবে
বাতাসে বিলিয়ে বেড়ায় বাহারি উপমা
অমাবস্যার কালোতীরে আমার বাড়ি
আপন ঘরের শত্রুর মতো আলো আমার সত্ মা।
মন্দের বেলায় দ্বন্ধ সবার
অসুন্দরের প্রতি কারো টান নেই লোভ নেই
যে যে নামেই ডাকুক তোমায়
আমি দুঃখ বলেই ডাকবো
কারণ দুঃখের চেয়ে আপন আমার আর কেউ নেই ।
বলো, তুমি আমার দুঃখ হবে ?
কাটা ঘাঁ-এ নুণের ছিঁটার মতো অসহ্য দুঃখ
দিবস ছোঁয়ায় বিলীন হয়ে যাওয়া রজনীর মতো দুঃখ ।