Top today
মিলেমিশে একাকার
এই পথ, গাছপালা, পাখিদের কলতান
পথের ধুলা, শুন্যতা, বাতাস, নর্দমার আবর্জনা
সবকিছুই ছিল কত সুন্দর।
প্রতিটি মুহূর্ত বইয়ে দিত
মনের মাঝে তৃপ্তির জোয়ার
যতদিন সে ছিল আমার অপেক্ষায়।
যেদিকেই চোখ মেলতাম
সবই যেন হেসে স্বাগত জানাতো আমায়
দিনের আলো রাতের অন্ধকার
চাঁদ আর ঝিলিমিলি তারাগুলো
আমাকে বলতো তুমি কত সুখি।
পাখিদের ডানা ঝাপটানো, ফুলের মেলা
নদীর জল, মাছেদের নড়াচড়া, ক্ষেতের ফসল
আকাশের শুন্যতায় পাখিদের উড়ে যাওয়া
আর সাদা মেঘেদের ভেসে যাওয়া
কিছুই আজ চোখে পড়ে না।
দিনের আলো, গোধুলির রং, রাতের অন্ধকার
সব আজ মিলেমিশে হয়ে গেছে একাকার
পাষাণদের হিংস্র গর্জনে অনিচ্ছায় অপেক্ষার প্রহর স্তব্ধ করে দিয়ে
দৃষ্টি থেকে দূরে প্রিয়ার মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো।