Top today
“বর্তমানের পণ “
সকালে কেউ যে আজ আর বলে না
ভাল হইয়া কেউ তাই আজ আর চলে না
আদেশ করে যা- যার গুরুজনে
করে না কেউ তা আজ ভাল মনে ।
ভাই বোন সকলকে ভাল না বাসে
একসাথে রয়না কেউ থাকেনা পাশে
পাড়ার সকল ছেলে শত্রু তাই
একাই যে চলে ফেরে বিদ্যালয় না যাই ।
গরু নিয়ে রাখাল ছেলে যায়না মাঠে
শিশুরা দেয় না মন কেউ নিজ নিজ পাঠে
ভেস্তে গেল সে সব ছোট্র বেলার পণ
ব্যাস্ত থাকি কাজেতে আমরা সবাই সব্ক্ষণ ।।