Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

সংঘসাথী

: | : ০৪/০৯/২০১৩

মোরা শান্তির পায়রা
মোরা প্রগতির সৈনিক।
মোরা সাম্যের জয়গান গাইবো
সত্যের পথে মোরা নির্ভীক।

মোরা খুশীর পরশ ছড়াবো
অন্যায় যত পায়ে দলে,
মোরা সুন্দর জীবন গড়বো
দাড়াবো ঐক্যের ছায়াতলে।

যেথায় থাকবে না কোন ভয়
চলবো মোরা চলবো,
পূর্ব দিগন্তে উঠবে রবি
জয় করবো মোরা করবো।

ক্লান্তি যদি আসে কভূ
নীল আকাশে ছড়াবো হাসি,
সবুজ ঘাসের শ্যামল ছায়ায়
বিলিয়ে দেবো দুঃখ রাশি।

যেমনি করে ফুটবে পলাশ
ডাকবে আবার গানের পাখি,
তেমনি করে গড়বো মোরা
আমাদের এই সংঘসাথী।

পশ্চিম গুজরা/১-৮-৯১ইং।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top