Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কিভাবে সম্ভব?

: | : ০৫/০৯/২০১৩

 কিভাবে সম্ভব
মরু ঝড়ের পথে ছায়াঘন বিথী?
কিভাবে সম্ভব
মহাসাগরের বুকে কালো মেঘের সিঁথি?

কিভাবে সম্ভব
শুধুই ভালবেসে দূরে চলে যাওয়া?
কিভাবে সম্ভব
পৃথিবীর বুকে সপ্ত রঙের ছায়া?

কিভাবে সম্ভব
ঘুমের মাঝে গিয়ে স্বপ্ন হয়ে ফোটা?
কিভাবে সম্ভব
ঘুমিয়ে থেকেও বায়ুর মত ছোটা?

কিভাবে সম্ভব
তোমার চোখের চাহনিতে যাব না হারিয়ে?
কিভাবে সম্ভব
ভাললাগার কথা না বলা বাড়িয়ে?

কিভাবে সম্ভব
সূর্যাস্ত পুবে, সূর্যাদয় পশ্চিমে?
কিভাবে সম্ভব
সময়ের কাটা যাবে একটু থেমে?

কিভাবে সম্ভব
যখন আকাশ প্রদীপ নিবে তোমায় পাব আমি?
কিভাবে সম্ভব
সমুদ্রের বুকে বিশাল মরুভুমি?

কিভাবে সম্ভব
আমি আকাশ বনে তোমার আলোড়নে?
কিভাবে সম্ভব
জীবনটাই স্বপন, স্বপন জীবনে?

কিভাবে সম্ভব
এটা সত্য হওয়া জীবন শুধু মায়া?
কিভাবে সম্ভব
ছায়াটাই আমি, আমি মিথ্যা কায়া?

কিভাবে সম্ভব
হাস্নাহেনার বনে জ্যোৎস্নারাতে তুমি?
কিভাবে সম্ভব
বাঁশির মধুর সুরে মুখর চাঁদের ভুমি?

কিভাবে সম্ভব
আমার মনে একা শুধু তোমার মনের স্বপন?
কিভাবে সম্ভব
আমার বুকের মাঝে তোমার বুকের কাঁপন?

কিভাবে সম্ভব
শ্রাবণ বেলায় মনে ফাগুন দিনের গান?
কিভাবে সম্ভব
আমার মনের মাঝে তোমার অভিমান?

কিভাবে সম্ভব
শিউলী ঝরা ভোরে তোমার চোখে চোখ?
কিভাবে সম্ভব
শারদ বেলার প্রাতে তোমায় দেখার সুখ?

কিভাবে সম্ভব
শুধু আমার তুমি, শুধু আমায় ভালবাসো?
কিভাবে সম্ভব
আমার চোখের ঘুমে বাদল বেলায় আসো?

কিভাবে সম্ভব
তোমার ভাবনার আলো আমায় নিয়ে শুধু?
কিভাবে সম্ভব
প্রেম নয় মরিচিকা, সে মরুভুমি ধুধু?

কিভাবে সম্ভব
তোমার চোখের জল আমায় কাঁদায় না?
কিভাবে সম্ভব
তোমার মনের ভাবনা আমায় ভাবায় না?

কিভাবে সম্ভব
গোধুলী বেলার আলো প্রেমের মত ক্ষনিক?
কিভাবে সম্ভব
অস্তাচলের পথে আমি নিঝুম গাঁয়ের পথিক?

কিভাবে সম্ভব
অবুঝ মনের তৃষা মানবে অবহেলা?
কিভাবে সম্ভব
থাকবে সবাই মাঠে ফুরিয়ে গেলে খেলা?

কিভাবে সম্ভব
হানবে না আঘাত মনে বিদায় বেলার সুর?
কিভাবে সম্ভব
তোমার প্রেমের স্মৃতি হবে না মধুর?

কিভাবে সম্ভব
সন্ধ্যা রাতের তারা থাকবে গভীর রাতে?
কিভাবে সম্ভব
তোমার ভালবাসা থাকবে না আমার সাথে?

কিভাবে সম্ভব
মরবো না আমি বেঁচে থাকবো যুগেযুগে?
কিভাবে সম্ভব
উঠবে সবাই জেগে ঘুমিয়ে যাবার আগে?

১৫.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top