Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কোন পথে হাটছি আমি

: | : ০৫/০৯/২০১৩

কোন পথে হাটছি আমি
আলো কিংবা আঁধারে
কোন গান গাইছি আমি
সুর কিংবা বেসুরে
কে শুনছে কে শুনছে না
কে বোঝে কে বোঝে না
নেই মোর ভাবনা
জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ে
অনাসৃষ্টিতে
কী পেয়েছি কী হারালাম একান্তই নিভৃতে
একান্ত নীল আকাশে পূর্ণিমার রাতে
তারারা ও যাক হারিয়ে
দিকভ্রান্ত হয়ে যাই যদি কেউ না দিক হাত বাড়িয়ে ।
সে পথ কি আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যে ?
না বিপথে ভেবেছি কী কখনো
সত্যিই আমি ততো বড় হয়ে‍ছি ?,
হয়েছ কী আধুনিক ?
আজ মেঘলা আকাশ,হিমেল বাতাশ,
ঝিরি ঝিরি বৃষ্টি তোমার বাতায়ন খোল
দিয়েছে কি মনে অনাবিল আনন্দ দোলা !!
পূবের হাওয়া দিচ্ছে না হাত ছানি
কোন ভূল আমার নাহি আমি জানি ।

গাড়িতে টাসা মানুষ সিট নাই বসিবার
ফুট পাথ বেদখল গতি নাই হাটিবার
শক্তি দেখান নেতার ভেংগে -পুড়ে গাড়িটা
বোম মেরে লাশ হয় রাস্তার নারীটা।
নেই কোন কাঁটা
যে পথে যাবে হাটা?……..
কোন পথে হাটছি আমি
আলো কিবা আঁধারে
কোন গান গাইছি আমি
সুর কিংবা বেসুরে
কে শুনছে কে শুনছে না
কে বোঝে কে বোঝে না
নেই মোর ভাবনা
জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top