Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জুলিয়েট হতে ইচ্ছে করে

: | : ০৫/০৯/২০১৩

জুলিয়েট হতে ইচ্ছে করে

 

জুলিয়েট হতে ইচ্ছে করে

তোমাকে দেখার পরে।

ইচ্ছে করে হতে

লাইলী শিরি আর

হতে বিরাজ বউ।

(শরৎ চন্দ্র নভেল বিরাজ বউ )

আরো করে  ইচ্ছে হতে পৃথিবীর

যত মানবীয় প্রেমিকা বউ

 

তোমাকে দেখার পরে।

 

যাই চমকে

দেখে থমকে

যেন দেখছি আয়নায় নিজেকে।

এত সাদৃশ্য আমাদের দুজনে।

ব্যক্তিত্ব সমান চিন্তার জগত একই

মন থেকে তাই করি

একাত্মবোধ ভারী।

 

তোমাকে দেখার পরে।

 

ইচ্ছে করে  ভেসে

যেতে অগ্রাহ্য করে

নিয়ম নীতি আর যত

সামাজিক অনুশাসন।

 

তোমাকে দেখার পরে।

 

তাই হয়ে যায়

যত অসংলগ্ন আচরণ

তত প্রগলভতা।

মনে মনে যদিও থাকে কামনা

তোমার সুখী জীবন।

 

তুমি ভারী চমত্কার

চলছ আর চলছ

অবিরাম চলছ

ভাসছ উদ্দীপনায়

প্রানের জোয়ার এ।

 

থামিতে জাননা তুমি

চলছ তুমি

সময়ের স্রোতে

দায়িত্বের নিস্প্রান পাটা তনে

সকল হৃদয় অনুভূতি

অগ্রাহ্য করে।

 

হয়ে যাই অভিমানী

না পেয়ে সম অনুভূতি

না পেয়ে যত হৃদয় আবেগ।

তার পর ও চাই

হও সুখী তুমি।

 

সারাক্ষণ কষ্ট দিচ্ছে  আমায়

এই অনুভূতি

তোমাকে দেখার পরে।

 

সকল অনুভব বোধ হয় আমার

তোমাকে দেখার পরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top