Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

দু:খ

: | : ০৫/০৯/২০১৩

রাত্রির শব্দহীন শরীরে
নিজস্ব নিয়মে নেচে যায়
রূপবতী বৃষ্টি
রিমঝিম নাচের মুদ্রায়
নিয়ে যায় পাতালের নাচঘরে
নিটোল অন্ধকারের দীর্ণ বুকে
বিজলীর রূপালী শরীর
আভূমি উলঙ্গ করে পৃথিবীকে
জমাট আসর শেষে
বের হয় পৃথিবীর ধূলিহীন দেহ
আঁচলের বাতাসে বেয়াড়া ডালপালা
বিতাড়িত হয় পরাশ্রয়ী কীটের মতো
অথচ এ বৃষ্টি
আমাদের মনের কালিমা
জন্মান্ধ স্বার্থপরতা
হিংসার গভীর ক্ষত
কোন কিছু পারে না যে
ধুয়ে মুছে নিতে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top