Top today
বন্দিনী
বলতে এলে
মুক্ত আকাশ, মুক্ত জীবন তোমার প্রিয়;
ভাবনা তোমার মন্দ না।
চাইলে হতে মুক্ত সুরের গানের পাখি
মনভোলানো চন্দনা।
চাইলে শুধু নীল আকাশে
মেঘের মতো ছুটতে
চাইলে শুধু শিশির হয়ে
ঘাসের বুকে ফুটতে
এমন করে মুক্ত হতে
চাইলে কেন নন্দিনী ?
হঠাৎ এসে আমার বুকে
কেনই হলে বন্দিনী !