Top today
মায়া
আমি সাঝ বেলাতে হাঁটতে যাই নদীর ধারে। ঝক্ঝকাঝক শব্দে ট্রেন চলে যায়। আমি রেল লাইন ধরে হাঁটতে থাকি ট্রেনের পিছন পিছন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই আমি। তারপর হর্ণ বাজাতে বাজাতে আর একটা ট্রেন আসে পিছন থেকে। আমি পাশে চলে আসি; ট্রেনের চলে যাওয়া দেখি। আবার ফিরে আসি রেল লাইনে। হাঁটতে থাকি। এবার উল্টো পথে। ফিরে চলি আমার আগের ঠিকানায়।